আফগানিস্তানে ২০ বছর পর আবারও ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান। নতুন এ আফগান শাসনের অধীনে মেয়ে ও মহিলাদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন আফগানিস্তান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তালেবানের ক্ষমতায় ফিরে আসাকে দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন তিনি।
এই গ্রীষ্মে আন্তর্জাতিক সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর ২০ বছর ক্ষমতার বাইরে থেকে আবারও সবকিছু দখলে নিয়েছে তালেবানরা। চলতি সপ্তাহে বিভিন্ন দেশের দূতাবাস তাদের নিজ দেশের জনগণকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে।
পোপাল এখন একজন টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তিনি বলেন যে, তিনি তার সাবেক সতীর্থদের কাছ থেকে বার্তা পেয়েছেন। তারা বলেছেন যে, তারা তালেবান ক্ষমতায় আসায় তারা খুবই ভীত এবং তারা দেশ ছাড়তে পারবে কিনা তা নিয়ে অনিশ্চিত।
বিবিসি স্পোর্টকে দেওয়া এক স্বাক্ষাতকারে পোপাল বলেন, "আমি আফগানিস্তানের খেলোয়াড়দের কাছ থেকে বার্তা পেয়েছি তারা কাঁদছে। তারা বলছেন যে, আমরা বাড়িতে আটকে আছি, বাইরে বের হতে পারছি না, আমরা ভয় পাচ্ছি। আমাদের সকল স্বপ্ন শেষ। এটা ঠিক দুঃস্বপের স্বপ্নের মতো।"
৩৪ বছর বয়সী পোপাল এখন ডেনমার্কে অবস্থান করছেন। তিনি এখনও আফগানিস্তান মহিলা জাতীয় দলের পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, 
 
"খেলোয়াড়রা তাদের ভিডিও পাঠাচ্ছেন এবং বলছেন, 'যাদের বিরুদ্ধে আমি কথা বলেছি তারা এখন আমার দরজার বাইরে, আমি শ্বাস নিতে পারছি না, আমি খুব ভয় পেয়েছি এবং আমি কোনও সুরক্ষা দেখতে পাচ্ছি না।"
২০০৭ সালে প্রথম আফগান মহিলা জাতীয় দল গঠনে সাহায্য করা পোপাল বলেন,
"আমরা নারী ও মেয়েদের উঠে দাঁড়াতে এবং সাহসী হতে উৎসাহিত করেছি। কিন্তু এখন আমি তাদের বলছি ছবিগুলো সরিয়ে ফেলো, সামাজিক মাধ্যম ও কথা বলা বন্ধ করে দাও। এটি অনেক কষ্টদায়ক। খেলোয়াড়েরাও অনেক সোচ্চার ছিল, নারীর অধিকারের জন্য তারা কথা বলতো। এখন তাদের জীবন গভীর সংকটে।"
                
              
																                  
                                                        
                                                        
                                                        
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































